অনলাইন ডেস্ক :
দুই বাংলার চলচ্চিত্রের গুণীজনদের সম্মানিত করার উদ্যোগেই হীরালাল সেন সম্মাননা ২০২৩ ঘোষিত হলো। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ ও ভারতের ৭ ব্যক্তি ও একটি সিনেমাকে দেওয়া হচ্ছে এই সম্মাননা। গত ২৭ ফেব্রুয়ারি সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-ঢাকা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। সংগঠনটি জানায়, আগামী ৫ মার্চ বাংলাদেশ শিশু একাডেমিতে ‘হীরালাল সেন সম্মাননা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩’ এ এই সম্মাননা দেওয়া হবে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ বছরের হীরালাল সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, পরিচালক ছটকু আহমেদ, অভিনেত্রী মুনমুন সেন, শতাব্দী রায়, সুজাতা বেগম এবং কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন। এ ছাড়া রয়েছে একমাত্র সিনেমা দামাল। সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘মানিকগঞ্জের বগজুরী গ্রামের সন্তান ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের জনক, প্রথম বাঙালি চলচ্চিত্র নির্মাতা, প্রথম বিজ্ঞাপনচিত্র নির্মাতা এবং প্রথম রাজনৈতিক চিত্র নির্মাতা হীরালাল সেন আমাদের বাঙালি জাতির অহংকার, আমাদের গর্ব। তাঁকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে আমরা তার জন্মবার্ষিকী পালন ও তার নামে সম্মাননা চালু করেছি।’ ‘কিন্তু ভারত সরকার হীরালাল সেনের ১৫ বছর পরে চলচ্চিত্র নির্মাতা দাদাভাই ফালকে সাহেবকে প্রথম চলচ্চিত্র নির্মাতার মর্যাদা দিয়েছে। তার নামে ফিল্ম ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ সম্মাননা চালু করেছে। হীরালাল সেনের ভাগ্যে এরকম কিছুই জুটেনি। তাকে যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করার জন্য জাতীয়ভাবে কোনো পদক্ষেপও গ্রহণ করা হয়নি।’ আয়োজকরা আরো বলেন, ‘এরইমধ্যে আমরা চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, আমজাদ হোসেন, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ফারুক এবং অভিনেত্রী সাবেত্রী চট্টোপাধ্যায় ও কবরীকে হীরালাল সেন সম্মাননায় ভূষিত করেছি। আগামী ৫ মার্চ বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমিতে হীরালাল সেন সম্মাননার এই আয়োজনটি শিল্পের ঐতিহাসিক স্মারক হিসেবে থাকবে বলে আমার বিশ্বাস।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ