October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 9th, 2023, 8:21 pm

হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের গল্প

অনলাইন ডেস্ক :

হুমায়ূন আহমেদ প্রয়াত হয়েও বেঁচে আছেন লাখও কোটি অনুসারীর হৃদয়ে। হাজারও তরুণ স্বপ্ন দেখেন হুমায়ূন আহমেদ হওয়ার। তেমনই এক স্বপ্নবাজ তরুণের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। যেটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু। নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, হুমায়ূন আহমেদের মতো মহান মানুষকে অনেকে ফলো করেন। তার মতো লেখক হতে চায়। তেমনই এক তরুণের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। কাল্পনিকভাবে গল্প সাজিয়ে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে দেখা যাবে, বড়লোক বাবার একমাত্র সন্তান যার নিজের নামের সঙ্গে হুমায়ূন আহমেদের নামের মিল। এমনকি তার বাবা-মায়ের নামও হুমায়ূন আহমেদের বাবা-মায়ের সঙ্গে মিল।

সে সত্যিকার অর্থেই হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক বাবা-মায়ের সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবেনা- এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এগিয়ে যায় গল্প। এ নাটকে হুমায়ূন আহমেদ হতে চাওয়া তরুণের চরিত্রে অভিনয় করেছে জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছে রিয়া। ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ রচনা করেছেন রাজিয়া সুলতানা জেনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, শিল্পী সরকার অপু, রোশানসহ অনেকে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে ১৩ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই তে ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকটি প্রচার হবে।