July 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 30th, 2022, 7:34 pm

হৃত্বিক-বেকহামদের পেছনে ফেললেন বিটিএসের ‘ভি’

অনলাইন ডেস্ক :

বলিউডের ‘গ্রিক দেবতা’ খ্যাত হৃত্বিক রোশন, হলিউডের সুদর্শন পুরুষ রবার্ট প্যাটিনসন, এমনকি ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামও সৌন্দর্য্যরে বিচারে পেরে উঠলেন না বিটিএস এর ‘ভি’ হিসেবে পরিচিত কিম তেহিয়ুং। তিনিই ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষ! তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছেন ‘ফ্রেন্ডস’ সিরিজ খ্যাত ৫৩ বছর বয়সী তারকা পল রাড। এর আগে ২০২১ সালেও ‘পিপল’স সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন পল। ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষদের তালিকায় আরও আছেন ‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন। অ্যাম্বার হার্ডের ফেসিয়াল ম্যাপিং বিশ্লেষণ করেছেন যিনি, সেই ডা. জুলিয়ান ডি সিলভা জানিয়েছেন, ‘গ্রিক গোল্ডেন রেশিও’ অনুযায়ী রবার্ট প্যাটিনসনের চেহারা ৯২.১৫ শতাংশ নিখুঁত।
দেখে নেওয়া যাক এবছরের সুদর্শন পুরুষের তালিকা:
১. বিটিএস ‘ভি’ (গায়ক)
বয়স- ২৬, জাতীয়তা: দক্ষিণ কোরিয়ান
২. পল রাড (অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার)
বয়স- ৫৩ জাতীয়তা: আমেরিকান
৩. রবার্ট প্যাটিনসন (অভিনেতা)
বয়স ৩৬, জাতীয়তা: ইংরেজ
৪. হৃত্বিক রোশন (অভিনেতা)
বয়স: ৪৭, জাতীয়তা: ভারতীয়
৫. ডেভিড বেকহাম (সাবেক পেশাদার ফুটবলার)
বয়স: ৪৭, জাতীয়তা: ইংরেজ
৬. ইদ্রিস এলবা (অভিনেতা, প্রযোজক ও সঙ্গীতশিল্পী)
বয়স: ৪৯, জাতীয়তা: ইংরেজ
৭. ওমর বোরকান আল গালা (মডেল, অভিনেতা, আলোকচিত্রী)
বয়স: ৩১, জাতীয়তা: ইরাকি
৮. টম ক্রুজ (অভিনেতা, প্রযোজক)
বয়স: ৫৯, জাতীয়তা: আমেরিকান
৯. ক্রিস ইভানস (অভিনেতা)
বয়স: ৪১, জাতীয়তা: আমেরিকান
১০. নোয়াহ মিলস (অভিনেতা)
বয়স: ৩৯, জাতীয়তা: কানাডিয়ান
সূত্র: টেকনো স্পোর্টস