October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 8:02 pm

হৃদপিন্ডের জটিলতা নিয়ে হাসপাতালে পন্টিং

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২রা ডিসেম্বর) সকাল থেকে তিনি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পার্থ টেস্টে ধারাভাষ্য দিচ্ছিলেন। এর মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে পার্থের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ‘ডেইলি মেইল’ জানিয়েছে, হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়েছেন পন্টিং। অবশ্য তারা দাবি করেছে, পন্টিংয়ের অসুস্থতা অনেকটা মাথা ঘোরার মতো সমস্যা। তবু নিশ্চিত হতে হাসপাতালে নিয়ে তার চেকআপ করানো হচ্ছে। টেস্ট ম্যাচটির তৃতীয় দিন দুপুরের পরই মাঠ ছেড়ে হোটেলে চলে যান পন্টিং। এরপর আর মাঠে ফেরেননি। উল্লেখ্য, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান পার্থ টেস্টে চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। চ্যানেল সেভেন-এর একজন মুখপাত্র বলেছেন, ‘রিকি পন্টিং অসুস্থ এবং আজকের ম্যাচের বাকি সময় ধারাভাষ্য দেবেন না। ‘ডেইলি মেইল’ জানিয়েছে, পন্টিং তার সহ-ধারাভাষ্যকারদের বলেছেন- ‘সব ঠিক আছে’।