October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 28th, 2021, 8:13 pm

হৃদয় দিয়ে খেলতে চান বাংলাদেশের হৃদয়

নিজস্ব প্রতিবেদক:

সাফে বাংলাদেশ দলের শেষ মুহূর্তের চমকের নাম মোহাম্মদ হৃদয়। প্রথমবার ডাক পেয়েই কোচ অস্কার ব্রুজনের গুডবুকে ঢুকে গেছেন। প্রাথমিক দলের পর দিনকয়েকের অনুশীলনে চূড়ান্ত দলেও আছেন আবাহনী লিমিটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। স্বপ্ন পূরণ হওয়ায় হৃদয়ের ঘোর এখনও কাটছেই না। মঙ্গলবার বিকালে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ। সেই দলেই একজন তরুণ হিসেবে বিমানে চাপতে যাচ্ছেন হৃদয়। স্বপ্নপূরণের মুহূর্তের কথা ভাবতেই হৃদয়ের হৃদয়েও শিহরণ জাগছে।বলেছেন, ‘জাতীয় দলে খেলবো। এটা আগে থেকে লক্ষ্য ছিল। অনুশীলনে ভালো কিছু করার জন্য চেষ্টা করেছি। যে কারণে চূড়ান্ত দলে জায়গা পেয়েছি। নিজের কাছেই অবাক লাগছে ভাবতে। বলতে পারেন যারপরনাই রোমাঞ্চিত।’ তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ হয়ে আবাহনী লিমিটেডে খেলছেন হৃদয়। প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে এসে তার দারুণ পারফরম্যান্স। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষেও সাবলীল ছিলেন। তাই তো লাল-সবুজ দলে জায়গা করে নিতে সময় লাগেনি। হৃদয় এখন চাইছেন একাদশে থাকতে, মাঠে খেলতে, ‘আমি এখন একাদশে জায়গা করে নিতে চাই। জানি তা সহজ হবে না। তবে নিজেকে নিংড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।’ সাফের চূড়ান্ত দলে হৃদয়ের জায়গা পাওয়ার খবরে তার বাবা-মাও ভীষণ খুশি। হৃদয়ও চাইছেন মাঠের পারফরম্যান্সে সবার মুখে হাসি ফোটাতে। এখন শুধু অপেক্ষার পালা!