October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 6th, 2022, 7:29 pm

হেরে যাওয়ার ছয় মাস পর জনির বিরুদ্ধে অ্যাম্বারের আপিল

অনলাইন ডেস্ক :

জনি ডেপের বিরুদ্ধে আপিল করেছেন অভিনেতার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড। চলতি মাসের শুরুতে ভার্জিনিয়া আদালতে আপিল করেছেন অ্যাম্বার। জানা গেছে, অ্যাম্বার তার বেশিরভাগ আইনজীবীই বদলে ফেলেছেন। নতুন টিম নিয়ে জনির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন অভিনেত্রী। আপিলে অ্যাম্বার অভিযোগ করেছেন, বিচারকালীন তার নির্যাতিত হওয়ার বেশ কিছু প্রমাণ গ্রহণ করা হয়নি। অ্যাম্বারের মতে, তার এই পদক্ষেপ যেসব নারীরা ক্ষমতাধর পুরুষের কাছে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু মুখ খুলতে পারছেন না, তাদের অনুপ্রেরণা জোগাবে। ছয় মাস আগে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতেছিলেন জনি ডেপ। ১ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত এ রায় দিয়েছিলেন। ২০১৭ সালে এই দুই তারকার বিচ্ছেদ হয়। তার পরের বছরই জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এরপরই সাবেক স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস