October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 20th, 2023, 8:28 pm

‘হোটেল রিল্যাক্সে’ হানা দিয়েছেন পূর্ণিমা!

অনলাইন ডেস্ক :

ইম থ্রিলার গল্প দেখে অভ্যস্ত দর্শকের পরিপূর্ণ আনন্দ দিতে ‘ফুল অব এন্টারটেইন’ ওয়েব সিরিজ বানাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিম অমি। শুক্রবার (২০ জানুয়ারী) শেষ হয়েছে ‘হোটেল রিল্যাক্স’ নামে ছয় পর্বের এই সিরিজের শুটিং। এতে বিশেষ এক অতিথি চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। বর্ণিল ক্যারিয়ারে পূর্ণিয়াম প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে করছেন। নির্মাতা অমি বলেন, ‘পূর্ণিমা আপু ব্রিলিয়ান্ট পারফর্মার। পুলিশ অফিসারের চরিত্রে তিনি পারফেক্ট। পুলিশের অ্যাকশন অপারেশন দৃশ্যে তাকে দেখা যাবে। ওঁর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজের ইচ্ছে ছিল। এবার ব্যাটেবলে মিললো।’ কাজল আরেফিন অমি আরও বলেন, ‘গল্পটা যখন তাঁকে (পূর্ণিমা) শোনার উনি শুনেই কনফিডেন্টলি গ্রহণ করলেন এবং আমাকে অনুপ্রাণিত করেন। শুটিংয়ে তিনি ভীষণভাবে সাপোর্ট করেছেন। দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত তিনি আন্তরিকভাবে সময় দিয়েছেন। এ ছাড়া শুটিংয়ের আগে অ্যাকশন দৃশ্যের জন্য তিনি ট্রেনিং করেন। তার ডেডিকেশনে আমিসহ শুটিংয়ের পুরো টিম মুগ্ধ হয়েছি। আসলে গ্রেট আর্টিস্টরা এমনই হয়ে থাকেন।’ ‘হোটেল রিলাক্স’ প্রসঙ্গে অমি বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। বর্তমানে নির্মিত হওয়া বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি। বিগ ক্যানভাসে অমি পুরাণ ঢাকায় শুটিং করছেন হোটেল রিল্যাক্স। চলতি মাসের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হয়, শেষ হচ্ছে গতকাল শুক্রবার। নির্মাতা জানালেন, এখনও পর্যন্ত তাঁর ক্যারিয়ারে বেস্ট এনজয়েবল কাজ হতে যাচ্ছে হোটেল রিল্যাক্স। এতে আরও অভিনয় করছেন তার ব্যাচেলর পয়েন্ট টিম। প্রথমবার ওয়েব সিরিজে কাজ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘অমির অনেক কাজ দেখেছি। সে মিলিনিয়র ডিরেক্টর, কাজের মাধ্যমে ফেমাস হয়েছে। যখন সে হোটেল রিল্যাক্স-এর এই চরিত্রটি আমাকে করতে বললো অতিথি চরিত্র করলেও মনে হয়েছে গল্পে এই চরিত্রটি গুরুপূর্ণ। তাছাড়া এই প্রথম আমি পুলিশ (ডিবি) চরিত্র করলাম। সবকিছু মিলিয়ে অভিজ্ঞতা দারুণ।’ বঙ্গর চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘হোটেল রিল্যাক্স এর মাধ্যমে বঙ্গের ওয়েব সিরিজে ডেভিউ হচ্ছে। সেই সঙ্গে কাজল আরেফিন অমিরও। গল্প নির্মাণ করেছি পপুলার জনরায়। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। ফিকশন বা ড্রামা সিরিজ বানিয়ে বঙ্গ যেভাবে দর্শকের কাছে সুনাম ও ভালোবাসা পেয়েছে আশা করছি, প্রথম ওয়েব সিরিজেও সুনাম ধরে রাখবে।’