October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 9:30 pm

হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিছানায় পড়ে থাকা সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭) মোহনা পঞ্চম শ্রেণি এবং বন্যা প্রথম শ্রেণিতে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঞ্জিল মিয়া পাঁচ বছর আগে সৌদি আরবে যান। তাঁর স্ত্রী তাছলিমা দুই মেয়ে মোহনা ও বন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে মোহনাকে স্কুলে নিয়ে যেতে তার সহপাঠী বাড়িতে আসে। মোহনাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায়।

পরে ভিতরে গিয়ে মা ও দুই মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে। এতে, তার চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে ছুঁটে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দুটি বিছানায় মা ও দুই মেয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। ইতোমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে, নমুনা সংগ্রহ করছেন। আমরা পিবিআইকে এখানে সম্পৃক্ত করেছি। যে সমস্ত আলামত রয়েছে তা সংগ্রহে কোনো ধরনের যেন জটিলতা সৃষ্টি না হয় সে জন্য আমরা ঘটনাস্থলকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রেখেছি।

—-ইউএনবি