October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:10 pm

হ্যাকারদের কবলে শাবনূর

অনলাইন ডেস্ক :

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ভাবে পাওয়া যাচ্ছে আড়ালে থাকা চিত্রনায়িকা শাবনূরকে। ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও সরব এই তারকা। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে বিপত্তি। হ্যাকারদের কবলে পড়েছে তার তিন অ্যাকাউন্ট! ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আপাতত ঢুকতে পারলেও নিজের ইউটিউব চ্যানেলটি একেবারে হাতছাড়া বলে জানালেন তিনি। এই নায়িকা বলেন, ‘আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হতো তা হ্যাকড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা। তাই আজকের পর থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনও পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং বেশ সরব ৯০ দশকের নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নন্দিত এই চিত্রতারকা। তার সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার। উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েক বার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।