February 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:40 pm

হ্যাকারের খপ্পরে নোরার ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক :

শুক্রবার দুপুরে ইনস্টাগ্রাম থেকে আচমকাই গায়েব বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির অ্যাকাউন্ট। হাজারের ওপর পোস্ট, কোটি কোটি ফলোয়ার- নিমেষেই সব উধাও! হঠাৎ হলো কী? কাউকে কিছু না জানিয়েই সরে গেলেন ইনস্টাগ্রাম থেকে? সারাদিন নোরার অনুরাগীদের মধ্যে এমনই সব প্রশ্ন ঘুরপাক খেয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের ইনস্টাগ্রামে নোরার অ্যাকাউন্টটি ফিরে আসে। উধাও হওয়ার আগে ঠিক যেমন ছিল, এখনো তেমনটিই রয়েছে তার অ্যাকাউন্ট। কমেনি পোস্ট বা ফলোয়ার সংখ্যা। কিন্তু পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছিল। অবশেষে রহস্যের সমাধান করলেন নোরা নিজে। শুক্রবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘সবার কাছে ক্ষমা চাইছি। আমার ইনস্টাগ্রাম হ্যাক করার চেষ্টা হয়েছিল। সকাল থেকেই কোনো ব্যক্তি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করার চেষ্টা করছে।’ তাকে দ্রুত সাহায্যের জন্য ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন নোরা। ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় এই বলি-অভিনেত্রী। নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তি এবং পেশাগত জীবনের নানা মুহূর্ত। সেই প্রক্রিয়ায় আর ছেদ পড়বে না আপাতত। সাময়িকভাবে উধাও হলেও ফের ইনস্টাগ্রামে ফিরে এসেছেন নোরা।