November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 25th, 2022, 7:36 pm

১০০তম পর্বে ‘নিহার বানু’

অনলাইন ডেস্ক :

নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত ধারাবাহিক নাটক ‘নিহার বানু’ ১০০তম পর্বে পদার্পণ করেছে। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নির্মিত ও প্রযোজিত এ অনুষ্ঠানটি আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে সুখী সংসার অনুষ্ঠানে প্রচারিত হবে। এরই মধ্যেই নাটকটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। ফজলুর রহমান বাবু অভিনীত ‘নিহার বানু’ ধারাবাহিকটি প্রযোজনা করেছেন আবু নওশের। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহ আলমগীর। নাকটির শততম পর্ব উপলক্ষে বাংলাদেশ বেতারে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে একটি বিশেষ অনুষ্ঠানও প্রচার হয়েছে। ‘নিহার বানু’ নাটকটি সম্পর্কে ফজলুর রহমান বাবু বলেন, ‘একটি নাটক শততম পর্ব প্রচার হওয়া সত্যি আনন্দের ব্যাপার। এই নাটকে অভিনয় করে আমার বেশ ভালো লেগেছে। একটি সুখী পরিবার গঠন ও পরিবার মানুষের সুস্বাস্থ্য বজার রাখার বিভিন্ন বিষয়ে দেশের সাধারণ মানুষের কাছে তুলে ধার এই নাটকের মূল উদ্দেশ্য। আমি আশা করছি এই নাটকটির মাধ্যমে দেশের মানুষ আরও বেশি সচেতন হবে।’ ফজলুর রহমান বাবু এ প্রসঙ্গে বলেন, ‘আমি এখনও বেতার নাটকে বেশ আনন্দ নিয়ে অভিনয় করি। ভালো সাড়াও পাই। এতে আমি নিহার বানুর বাবা মতির চরিত্রে অভিনয় করেছি। নাটকটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা লাভ করেছে।’