October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 8:18 pm

১০০ বিলিয়ন ডলার ক্লাবে পা রাখলেন মুকেশ আম্বানি

অনলাইন ডেস্ক :

রিলায়েন্স বস মুকেশ আম্বানির সাফল্যের মুকুটে নতুন পালক। এবার ১০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য হলেন তিনি। জেফ বেজোস, অ্যালন মাস্কের মতো শীর্ষ ধনকুবেরদের মতো তাঁরও সম্পত্তির পরিমাণ ছাড়াল ১০০ বিলিয়ন ডলারের গন্ডি। ‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। এ বছর তাঁর সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। নিজের সম্পদের পরিমাণে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৬৪ বছরের মুকেশ আম্বানি ২০০৫ সালে বাবার বাণিজ্য সম্রাজ্যে পা রাখেন। তিনিই সংস্থার ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে প্রযুক্তি, ই-কমার্সের সঙ্গেও যুক্ত করেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় জিও। শুধু জিও থেকেই গত বছর ২৭ বিলিয়ন ডলার আয় করেছে আম্বানির সংস্থা।
সব সময়ই নতুন নতুন ক্ষেত্রে পা রাখতে চেয়েছেন মুকেশ। গত জুনেই তাঁর সংস্থা পা রেখেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ক্ষেত্রে। তিন বছরের জন্য ওই খাতে ১০ লাখ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি। এই নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগের সাহসই তাঁকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। গত ১০ বছরে ভারতের ধনীতম মুকেশ আম্বানি হলেও খুব দ্রুত তাঁর কাছাকাছি পৌঁছে গিয়েছেন গৌতম আদানি। ২০২১ সালে যেখানে আম্বানির রোজগার বেড়েছে ৯ শতাংশ, সেখানে আদানির উপার্জন বেড়েছে ২৬১ শতাংশ। তাঁর সংস্থার বাজার মূলধন ৯ লাখ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, তিনি ১ লাখ কোটি টাকার পাঁচটি সংস্থার মালিক। এশিয়ার ধনীদের তালিকাতেও তিনি রয়েছেন রিলায়েন্স কর্ণধারের পরেই। তবে এবার ১০০ বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করে আম্বানি যে চমকে দিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের, তা বলাই বাহুল্য। সূত্র : সংবাদ প্রতিদিন