অনলাইন ডেস্ক :
চট্টগ্রামে মুমিনুলের টেস্ট দল। সেখানে এক সপ্তাহের ক্যাম্প শেষে আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে। তার আগে জাতীয় দলের কোচদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কোচদের নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। বৈঠক শেষে কোচদের বরাত দিয়ে বোর্ড সভাপতি এমন তথ্য জানালেন, যা আসলেই টেস্টের জন্য আশঙ্কাজনক খবর! দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ছুটি ছিল কোচিং স্টাফদের। ছুটি কাটিয়ে শুক্রবার ঢাকায় ফিরেছেন রাসেল ডমিঙ্গো, রঙ্গনা হেরাথ ও অ্যালান ডোনাল্ড। তাদের দুইদিন আগে আসেন জেমি সিডন্স। সবাই চলে আসায় বিসিবি প্রধান সিরিজ শুরুর আগে কোচিং স্টাফদের কাছ থেকে কিছু ধারণা নিয়েছেন। বৈঠকেই তারা জানিয়েছেন, টেস্ট ক্রিকেটারদের টানা ১০ দিন খেলার মানসিকতা নেই। কোচদের কথা উল্লেখ করে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘একটা জিনিষ ওরা (কোচিং স্টাফ) মনে করে আসলে ১০ দিন খেলার মাইন্ডসেটটাই ছেলেদের নেই। টানা ১০ দিন যে খেলতে হবে, এটা অনেক খেলোয়াড়ের নেই। এসব নিয়ে আমাদের কাজ করতে হবে।’ দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে লড়াই করলেও দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণ করে মুমিনুল বাহিনী। কেন এমন ভরাডুবি- এর কারণ খুঁজতে গেলে বোর্ড সভাপতি বলেছেন, ‘অনেক আলাপ আলোচনা হয়েছে। একটা জিনিস কোচিং স্টাফদের কাছ থেকে মনে হলো যে, ওরা আমাকে উদাহরণ দিচ্ছিল শেষ ৪-৫ টা টেস্ট ম্যাচের। এমনকি পাকিস্তানের সঙ্গে খেললাম, প্রথম টেস্টটা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও দ্বিতীয় টেস্টে গিয়ে একেবারে ধরাশয়ী।’ অ্যাওয়ে ম্যাচের কথা সামনে এনে তিনি বলেছেন, ‘বাইরের খেলাগুলোর কথা বললো… এমনকি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমন আরও কয়েকটা খেলার কথা উঠে আসলো। প্রথম টেস্টটা আমরা মোটামুটি ভালোই খেলি। কিন্তু দ্বিতীয় টেস্টে গিয়ে মনে হয় একেবারেই পারছি না।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে রোববার দুপুরে ঢাকায় পা রেখেছে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা সাভারের বিকেএসপিতে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলে ১২ মে যাবে সেখানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।
আরও পড়ুন
মেসির অনুকরণ করে ট্রফি নিয়ে শান্তর ঘুম
আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে সেরা ১৫তে লিটন
দল দেশে ফিরলেও ফিরছেন না সাকিব