September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 7th, 2021, 7:29 pm

১০ মিনিটের ব্যবধানে সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

সিলেটে আবারও ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। সোমবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে প্রথমবার ও ৬টা ২৯ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে সিলেট।

ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ে ও রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ মে রাত ৪টা ৩৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। তার আগেরদিন ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়।