October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 9th, 2023, 8:27 pm

১০ হাজার রান ও ১০০ উইকেটের মালিক স্টোকস

অনলাইন ডেস্ক :

প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ১০০ উইকেটের গর্বিত মালিক এখন বেন স্টোকস। গত বুধবার নেদারল্যান্ডের বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১০৮ রানের দারুন এক ইনিংস উপহার দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। বিশ্বকাপে এটাই তার প্রথম সেঞ্চুরি, সব মিলিয়ে পঞ্চম। এর মাধ্যমে তিন ফর্মেটে স্টোকসের সর্বমোট আন্তর্জাতিক রান বেড়ে দাঁড়িয়েছেন ১০,০৮১। স্টোকস ছাড়াও তিলকরত্নে দিলশান, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও সানাত জয়সুরিয়া ক্যারিয়াওে ১০ হাজার রান ও ১০০ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। ওয়ানডে ফর্মেটে ৩২ বছর বয়সী স্টোকসের ২০১১ সালে অভিষেক হয়। এ পর্যন্ত ১১৩ ম্যাচে তিনি ৩৩৭৯ রান সংগ্রহ করেছেন, উইকেট নিয়েছেন ৭৪টি।

২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে তার টেস্ট অভিষেক হয়। ৯৭ ম্যাচে এ পর্যন্ত তিনি সংগ্রহ করেছেন ৬১১৭ রান। এই ফর্মেটে উইকেট শিকার করেছেন ১৯৭টি। টোয়েন্টি ২০ ফর্মেটে বাঁ-হাতি এই ব্যাটসম্যানের অভিষেক হয় ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে এ পর্যন্ত ছোট ফর্মেটের এই ক্রিকেট রান করেছেন ৫৮৫ ও উইকেট নিয়েছেন ২৬টি। ৪০.৭১ গড়ে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাঁচটি। টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৩টি, দীর্ঘ ফর্মেটে তার ব্যাটিং গড় ৩৬.৪১।

বুধবার নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসটি ছিল বিশ^কাপের ইতিহাসের তার প্রথম সেঞ্চুরি। ৮৪ বলে ৬টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ১২৮.৫৭ স্ট্রাইক রেটে স্টোকস ১০৮ রানের ইনিংস উপহার দিয়েছেন। ক্রিস ওকসের (৫১) সাথে সপ্তম উইকেটে ৮১ বলে ১২৯ রান যোগ করেছেন স্টোকস।