May 31, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 15th, 2022, 8:27 pm

১১০ ঘণ্টা ৮০ ফুট গভীর কুয়োয় আটকে ছিল ছোট্ট রাহুল

অনলাইন ডেস্ক :

গত শুক্রবার খেলতে খেলতে নিজের বাড়ির পেছনের একটি কুয়োতে পড়ে যায় ১১ বছর বয়সী ছোট্ট রাহুল। প্রায় ৮০ ফুট গভীর ওই কুয়ো থেকে টানা ১১০ ঘণ্টার অভিযান শেষে তাকে গত মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়।ভারতের ছত্তীসগঢ়ের মালখারোদা ব্লকের পিহরিদ গ্রামে গত শুক্রবার খেলতে খেলতে নিজের বাড়ির পেছনের ওই কুয়োতে পড়ে যায় রাহুল। এরপর তাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন সরবরাহের একটি পাইপলাইন তৈরি করে কুয়োর গভীরে পাঠানো হয়েছিল।আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে ওই শিশুর কোনও সাড়া না পাওয়ায় ভয় পেয়েছিলেন উদ্ধারকর্মীরা। তবে বেলা গড়ানোর পর খাবারের জন্য সঙ্কেত পাঠায় সে। এরপর সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়।ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে জানিয়েছেন, ‘সকলের প্রার্থনা এবং উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টায় রাহুলকে নিরাপদে কুয়ো থেকে বার করে আনা হয়েছে। সে যেন তাড়াতাড়ি সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে ওঠে সেই কামনাই করি।’