শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল।
এরপর ১ আগস্ট ট্রেনটি চালু হলেও এর দুইদিন পর তা আবারও বন্ধ হয়ে যায়। তারপর থেকে ১১ দিনের মাথায় বুধবার (১৪ আগস্ট) খুলনা-বেনাপোল-মোংলা রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।
এদিন সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সাড়ে ৮টার দিকে বেনাপোলে পৌঁছায়। এরপর সেটি বেনাপোলে থেকে সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দেয়।
বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ‘১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট ট্রেনটি চলাচল শুরু হলে এর দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়। সেদিন থেকে ১১ দিন পর আবারও খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।’
বেনাপোল থেকে ২৩৫ যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছেন বেনাপোলের স্টেশন মাস্টার।
—–ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের