October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 30th, 2022, 7:42 pm

১১ নভেম্বর মুক্তি পাবে ‘দেশান্তর’

অনলাইন ডেস্ক :

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেশান্তর’ সিনেমা। এটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি। এরইমধ্যে মুক্তির সব প্রস্তুতি নিয়েছেন সিনেমাটির পরিচালক। সিনেমাটির পরিচালক আশুতোষ সুজন জানিয়েছেন, ১১ নভেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দেশান্তর’। এর আগ মুহূর্তে চলছে সিনেমার নানামাত্রিক প্রচার। যার অংশ হিসেবে প্রকাশ হয়েছে এর ট্রেলার। গত বুধবার সন্ধ্যা ৬টায় ষোলশহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৫তম ব্যাচের বন্ধুদের সংগঠন ‘ঝুপড়ি’র কার্যালয়ে ট্রেলারটি প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক আশুতোষ সুজনসহ ছবির কলাকুশলীরা। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন ছবির নায়ক ইয়াশ রোহান, নায়িকা রোদেলা টাপুর, সংগীত পরিচালক জাহিদ নীরব। অনুষ্ঠানে ছবির ট্রেলারের পাশাপাশি প্রদর্শন করা হয় ছবির চারটি গানও। এ ছবির গল্প নিয়ে পরিচালক আশুতোষ সুজন বলেন, ‘দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প দেশান্তর। তবে প্রচলিতভাবে আমরা যেটা দেখি দেশে কোনো একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প।’ ছবিটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী মৌসুমী। ছবিটি দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘দেশান্তর দেশপ্রেম ও মানবিক প্রেমের সিনেমা। চমৎকার একটি গল্পের সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি। আমার চরিত্রটিও খুব চমৎকার। আশা করি দর্শক উপভোগ করবেন ছবিটি।’ ছবিটিতে মৌসুমী অভিনয় করেছেন অন্নপূর্ণা চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর।