June 7, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 26th, 2022, 7:59 pm

১৫ বছর পর একসঙ্গে…

অনলাইন ডেস্ক :

ইমন ও মম’র চলচ্চিত্রে অভিষেক হয় ১৫ বছর আগে, একসঙ্গে। ছবিটির নাম ‘দারুচিনি দ্বীপ’। বানিয়েছিলেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে এটি মুক্তি পায়। এর পরের অবস্থা সেই গানের মতো- দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে…। ইমন সিনেমা-বিজ্ঞাপনের সঙ্গে লেগে থাকলেও মম ব্যস্ত হন টিভি নাটকে। মাঝে মাঝে ইমন যেমন নাটক করতেন, মমও মাঝে মাঝে সিনেমায় ঢুঁ মেরেছেন। তবে ১৫ বছরে এক আর হওয়া হলো না তাদের। অবশেষে আবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন এই জুটি। ছবির নাম ‘আগামীকাল’। ৩ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেনিশ্চিত করেছেন এর নির্মাতা অঞ্জন আইচ ও অভিনেতা মামনুন ইমন। মমকে নিয়ে ফের প্রেক্ষাগৃহে ফেরা প্রসঙ্গে ইমন বলেন, ‘‘দারুচিনি দ্বীপ’ ছিল আমাদের প্রথম ছবি। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমাদের অন্যভাবে দেখতে পাবেন। মানে আরও পরিণত। আমি বলবো, এটা একটা ভালো গল্পের ছবি। গত ঈদের পর দর্শকরা আবার প্রেক্ষাগৃহে ফিরছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্যই আমাদের ছবিটি মুক্তি পাচ্ছে।’’ ইমন-মম ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।