October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 7:33 pm

১৬ তলা ভবন থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বুধবার নিজ বাসার ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ২২ বছর বয়সী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিবিএ দ্বিতীয় বর্ষের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী জাইনা হাবিব আদাবরের জাপান গার্ডেন সিটিতে বসবাস করতেন।

মোহাম্মদপুর জোন পুলিশের সহকারী কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারী জানান, ছাদের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তারা জানতে পারে জাইনা আত্মহত্যা করেছে।

জইনা বিকাল ৫টার দিকে বৃষ্টির সময় তাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে যান এবং দরজা বন্ধ করে দেয়।

মুজিব জানান, একপর্যায়ে তিনি একটি সুইসাইড নোট রেখে ছাদ থেকে লাফ দেন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্তের ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

—ইউএনবি