October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 19th, 2021, 8:48 pm

১৭ থেকে ৩১ ডিসেম্বর নিম্ন আদালত ছুটি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অধস্তন দেওয়ানী আদালতের অবকাশকালীন ছুটি বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। তবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার এ সিদ্ধান্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২১ সালের ডিসেম্বর মাসের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বহাল থাকবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিটি ১৮ নভেম্বর জারি করা হয়। সাধারণত পুরো ডিসেম্বর মাস অবকাশে থাকতো নিম্ন আদালত। চলতি বছর সেটি কমানো হয়েছে।