October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 5th, 2021, 8:06 pm

১৮ বছর পর পাকিস্তান যাবে নিউজিল্যান্ড

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

অবশেষে ধীরে ধীরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক দলগুলো আসতে শুরু করেছে। এ মাসের ২৪ তারিখ বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। নতুন খবর হলো, বাংলাদেশ সফর শেষ করেই তারা উড়াল দেবে পাকিস্তানের উদ্দেশে। সেখানে অনুষ্ঠিত হবে ৩টি ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১০ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে। পরদিনই তারা চলে যাবে পাকিস্তানে। সেখানে গিয়ে তিন দিনের আইসোলেশনে থাকতে হবে নিউজিল্যান্ড দলকে। এর পরের দুই দিন অনুশীলন। ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর। সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ হবে লাহোরে। এর আগে সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।