September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 18th, 2024, 9:00 pm

২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) ঢাকা উত্তরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেন।

২০১৫ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।

অভিযোগটি মামলা হিসেবে এগিয়ে যাওয়ার অনুমতি পেলে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হবে বলে জানান তিনি।

—–ইউএনবি