October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 17th, 2021, 2:51 pm

২০২০ সালে বাংলাদেশে জঙ্গি তৎপরতা কমেছে: মার্কিন প্রতিবেদন

বাংলাদেশে ২০২০ সালে জঙ্গি তৎপরতা হ্রাস পেয়েছে এবং জঙ্গিবাদ নিয়ে অনুসন্ধান কার্যক্রম ও গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
‘কান্ট্রি রিপোর্টস অন টেররিজম-২০২০’ অনুসারে, ২০২০ সালে তিনটি জঙ্গি ঘটনা ঘটেছে। তবে এতে কেউ মারা যাননি। প্রতিবেদনটি গত বছরের ২৪ জুন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অব্যাহত রেখেছে।
জানুয়ারি মাসে সরকারের নতুন জাতীয় জঙ্গি দমন ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে এটি প্রধান জঙ্গি দমন সংস্থা হিসাবে ভূমিকা গ্রহণ করে।
মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার সীমান্ত ও প্রবেশপথের ওপর নিয়ন্ত্রণ জোরদার করতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে।
পরিচিত বা সন্দেহভাজন জঙ্গীদের জাতীয় পর্যায়ের ‘এলার্ট লিস্ট’ তৈরি করতে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

—ইউএনবি