October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 7:49 pm

২০২২ সালের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে আবাহনী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে গতবার এএফসি কাপের প্লে-অফ পর্বে খেলতে পারেনি আবাহনী। যার মূল কারণ ছিল ভেন্যু সংক্রান্ত জটিলতা। এবার অবশ্য ২০২২ সালের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে আকাশী-নীল জার্সিধারীরা। আগামী বছরের এপ্রিলে হবে এই প্লে-অফ পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের মধ্যে এএফসি কাপে সফলতম দল আবাহনী লিমিটেড। দুই মৌসুম আগে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে জোনাল সেমিফাইনালেও তারা জায়গা করে নিয়েছিল। এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ২০২২ পর্বে সরাসরি খেলবে বসুন্ধরা কিংস। আর আবাহনী লিগে তৃতীয় হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যদিও লিগ রানার্সআপ হয়ে শেখ জামালের সামনেই খেলার সুযোগ ছিল। কিন্তু ক্লাব লাইসেন্সিং না করায় তারা খেলার সুযোগ পাচ্ছে না। আবাহনী নতুন মৌসুমে এবার তারুণ্য নির্ভর দল গড়ছে। এ ছাড়া ভালোমানের বিদেশি খেলোয়াড়ও যোগ করার চেষ্টা করছে।