November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 30th, 2023, 2:46 pm

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ (রবিবার) শুরু হয়েছে।

সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৭ এপ্রিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে।

—-ইউএনবি