November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 11th, 2024, 4:08 pm

২০২৪ সালে অস্কার পুরস্কার পেলেন যারা

এপি, লস এঞ্জেলস :

বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রবিবার (১০ মার্চ) এই পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি। এ বছর বিশ্বব্যাপী যারা এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন তারা হলেন-

সেরা ছবি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।

শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন ‘পুওর থিংস’ সিনেমার এমা স্টোন।

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানজনক অস্কার জয় করেছেন – সিলিয়ান মারফি, ‘ওপেনহাইমার’।

সহ অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র, ‘ওপেনহাইমার’।

সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন – দা’ভাইন জয় র‌্যান্ডল্ফ, ‘দ্য হোল্ডওভারস’।

সেরা পরিচালক হিসেবে এ বছরের অস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান, ‘ওপেনহাইমার’।

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে ‘দ্যা ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগারে’।

ধ্বনি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে ‘দ্য জোন অফ ইন্টারেস্ট,’-এর টার্ন উইলার্স এবং জনি বার্ন।

অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার,’-এর লুডভিগ গোরানসন।

মৌলিক সংগীত ক্যাটাগরিতে ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ এর ‘বার্বি’।

ভিজ্যুয়াল এফেক্টস ক্যাটাগরিতে ‘গডজিলা মাইনাস ওয়ান’।

চলচ্চিত্র সম্পাদনা ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার’ সিনেমার জেনিফার ল্যাম।

প্রামাণ্যচিত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে ‘দ্যা লাস্ট রিপেইয়ার শপ।’

ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরিতে ‘২০ ডে ইন মারিউপোল’।

সিনেমাটোগ্রাফি ক্যাটাগরিতে ‘ওপেনহাইমার’-এর হোয়েট ভ্যান হোয়েতেমা

অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে ‘ওয়ার ইজ ওভার! ইনসপায়ারড বাই দ্রা মিউজিক অব জন ও ইয়োকো।’

অ্যানিমেটেড ফিল্ম ক্যাটাগরিতে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন।’

মূল চিত্রনাট্য ক্যাটাগরিতে ‘অ্যানাটমি অব আ ফল’ এর জন্য জাস্টিন ট্রিয়েট ও আর্থার হারারি।

অভিযোজিত চিত্রনাট্য ক্যাটাগরিতে ‘আমেরিকান ফিকশন’ এর জন্য কর্ড জেফারসন।

মেকআপ এবং হেয়ারস্টাইলিং ক্যাটাগরিতে ‘পুওর থিংস’ এর নাদিয়া স্টেসি, মার্ক কুলিয়ার ও জশ ওয়েস্টন।

প্রোডাকশন ডিজাইন ক্যাটাগরিতে ‘পুওর থিংস’, এর জেমস প্রাইস, শোনা হিথ ও জুসা মিহালেক।

কস্টিউম ডিজাইন ক্যাটাগরিতে ‘পুওর থিংকস’ এর হলি ওয়াডিংটন।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ (যুক্তরাজ্য) অস্কার পুরস্কার জয় করেছে।