September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 8th, 2021, 8:00 pm

২২ অক্টোবর প্রেক্ষাগৃহে উঠছে ‘ঢাকা ড্রিম’

অনলাইন ডেস্ক :

২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। মাঝে ৫ বছর পেরিয়ে চূড়ান্ত হলো মুক্তির তারিখ। নির্মাতা জানান, ২২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। আর মুক্তিতে বিলম্ব হওয়ার কারণ, প্রায় দুই বছরের করোনাকাল। তার আগে, শুক্রবার রাতে উন্মুক্ত হলো ২ মিনিট ৩ সেকেন্ডের একটি ট্রেলার। যেখানে উঠে এসেছে অনেকগুলো চরিত্র। দেখা মিলেছে যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়েলিটি শোয়ের প্রতিযোগী এবং নদীভাঙনে গৃহহারা পরিবারের ছায়া- যারা প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছে- যার যার অবস্থান থেকে। নির্মাতার ভাষ্যে, ‘প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক যে স্বপ্ন, সে স্বপ্ন আবহমানকালের। কিন্তু সে নগর কি সবার স্বপ্নকে ধারণ করতে পারে? তবু কেন আসে মানুষ এই শহরে? কোন স্বপ্ন নিয়ে? বাস্তবের চেয়েও সত্য যে স্বপ্ন, স্বপ্নের চেয়েও অধিক যে সত্য, সেই স্বপ্ন ও সত্যের আরেক নাম- ঢাকা ড্রিম!’ দেশে মুক্তির আগেই গত আগস্টে ছবিটি ঘুরে এসেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো (ওঋঋঝঅ ঞড়ৎড়হঃড়) থেকে। কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবে গিয়ে ছবি সংশ্লিষ্টরা ভালোই প্রশংসা কুড়িয়েছেন। এবার অপেক্ষা দেশীয় দর্শকদের প্রতিক্রিয়ার। ছবিটি প্রসঙ্গে প্রসূন রহমানবলেন, ‘‘আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাসযোগ্যতার দিক থেকে ঢাকা শহরের অবস্থান সবচেয়ে নিচে। এরপরেও এ শহরে মানুষের আসা থামছে না। কারণ, দেশের সবকিছুই ঢাকাকেন্দ্রিক। মূলত এই ভাবনা থেকেই আমি চেষ্টা করেছি একটি সম্পূর্ণ ও সম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। চলচ্চিত্রকে যদিও আমি ‘সিরিয়াস ওয়ার্ক অব আর্ট’ হিসেবে প্র্যাকটিস করি, তবু বিশ্বাস করি এর সঙ্গে বিনোদন অথবা চিন্তার কোনও বিরোধ নেই। ‘ঢাকা ড্রিম’ একই সঙ্গে স্বপ্নের ছবি, বিনোদনের ছবি, আবার চিন্তারও।’’ ‘ঢাকা ড্রিম’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীকে। এই ছবিতে তিনি শেষ প্লেব্যাক করেন। আরও গান করেন কুমার বিশ্বজিৎ ও মমতাজ। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।