November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 7:40 pm

২২ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রবিবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।

কুমিরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নেভাতে অক্লান্ত পরিশ্রম করেছে।

আগুন নেভানো হলে সেনাবাহিনী ঘটনা সম্পর্কে ব্রিফ করবে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

শনিবার রাতে আগুন নেভাতে ফায়ার সার্ভিসে যোগ দেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক বদিউল আলমকে প্রধান করে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানিয়েছেন, কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি বলেন, গুদামের ভেতরে ২৭০০ টন তুলা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরা এলাকায় ইউনিটেক্স গ্রুপের তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দুটি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভায় এবং রাত ১২টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনে।

কিন্তু আগুন আবার জ্বলে উঠলে, এলাকায় অবিরাম জল সরবরাহ না থাকায় দমকলকর্মীরা আগুন নেভাতে হিমশিম খায়। শনিবার রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট যোগ দেয়।

এছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ৪ মার্চ উপজেলার সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ এবং প্রায় ৩৩ জন আহত হন।

—-ইউএনবি