October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 3rd, 2021, 8:40 pm

২২ বছর ধরে সংযোগ সড়ক বিহীন ব্রিজভেঙে পড়লো নৌকার ধাক্কায়

জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ব্রিজ নির্মাণের ২২ বছরেও হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়ক হওয়ার আগেই ব্রিজটি ভেঙে পড়েছে। শুক্রবার (৩রা সেপ্টেম্বর) সকালের দিকে একটি নৌকার ধাক্কায় এটি ভেঙে পড়ে। উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপরে ব্রিজটি অবস্থিত। স্থানীয় কামরুজ্জামান লালু বলেন, সকালে ইটবোঝাই একটি নৌকার সামনের অংশ সেতুর মাঝখানের পিলারে ধাক্কা দিলে সেতুটি ভেঙে যায়। ভাঙা অংশ নৌকার ওপর পড়লে নৌকাটি খালে ডুবে যায়। তবে মাঝিসহ সহযোগীরা অক্ষত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে আখাউড়া উপজেলা এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) অধীনে বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী নয়াখালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। উত্তর-দক্ষিণে লম্বালম্বি ব্রিজটির দুই গোড়ায় মাটি নেই। সমতল থেকে অন্তত ১৫ ফুট উঁচু হওয়ায় দীর্ঘ ২২ বছর ব্রিজটিতে কেউ ওঠানামা করেননি। এ বিষয়ে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আবদুল লতিফ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ জানিয়েছেন। খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে ব্রিজটির কাছে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।