অবশেষে বলিউড চলচ্চিত্র ‘পাঠান’-এর বাংলাদেশে মুক্তি পেতে কোনো বাধা নেই। প্রেক্ষাগৃহে দেখা যাবে ২৪ ফেব্রুয়ারি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয় যে হিন্দি ভাষার চলচ্চিত্র এ দেশে নিয়মিত আনতে চান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। প্রতি বছর ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের হলে চলবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। এতে শাহরুখের সঙ্গে আবারও জুটি হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া খল চরিত্রে রয়েছেন জন আব্রাহাম।
আর ‘পাঠান’ এর অন্যতম আকর্ষণ সালমান খানের অতিথি চরিত্রটি।
—-ইউএনবি
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ