প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের কারো নামে নয়, শুধু পদ্মা নদীর নামে সেতুটির নামকরণ করা হবে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী সেতুটির উদ্বোধন করবেন।’
এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতু প্রকল্পের সংশোধিত ব্যয় ৩০,১৯৩.৩৯ কোটি টাকা।
গত এপ্রিলে প্রাপ্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী সেতুর কাজ ৯২ শতাংশ সম্পন্ন হয়েছে।
এছাড়া মূল সেতুর কার্পেটিং এর কাজ ৬৬ শতাংশ সম্পন্ন হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত
সিরাজগঞ্জে ফের যমুনার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত