October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 12:33 pm

২৫ বছর পেরিয়ে গেল সালমান শাহকে হারানোর

ফা্ইল ছবি

অনলাইন ডেস্ক :

নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক বলা হয় সালমান শাহকে। ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই তার ছবি চোখের সামনে ভেসে উঠে সবার আগে। আজ তার মৃত্যুবার্ষিকী।

সময়ের সঙ্গে সঙ্গে ২৫ বছর পেরিয়ে গেল তিনি নেই। ১৯৯৬ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান।

সকলের প্রিয় নায়কের বিষয়ে জেনে নেয়া যাক, তার বাবা-মায়ের দেয়া নাম শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। ১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট ভালোবেসে বিয়ে করেন সামিরাকে। হঠাৎ করে জীবন অধ্যায় থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি।