October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 3rd, 2022, 9:01 pm

২৬৩ কোটি টাকা ব্যয়ে চার নদীর নাব্য উন্নয়ন করা হবে

নিজস্ব প্রতিবেদক:

২৬৩ কোটি ২১ লাখ ৪২ হাজার ৪০১ টাকা ব্যয়ে পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের ড্রেজিং বাই কাটার সাকশন ড্রেজার (প্যাকেজ-৮, লট -১)-এর নির্মাণকাজ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজ ৯টি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে এ কাজ করা হবে। পাশাপাশি ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩রা নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ-সংক্রান্ত পৃথক ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৪তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব ও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির সভায় ১৭টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ কর্তৃক ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং বাই কাটার সাকশন ড্রেজার নির্মাণ সংক্রান্ত সাতটি প্রস্তাব উত্থাপন করা হলে সবগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্পের ড্রেজিং বাই কাটার সাকশন ড্রেজার (প্যাকেজ-৮, লট -১)-এর নির্মাণকাজ পেয়েছে এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড। এতে খরচ হবে ৩৭ কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৭৮০ টাকা। (প্যাকেজ-৮) লট -২ এর নির্মাণকাজ এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে ৩৮ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৫৪০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্যাকেজ-৮, লট-৩ এর পূর্ত কাজ যৌথভাবে অ্যাকোয়া মেরিন ড্রেজিং লিমিটেড এবং নবারুণ ট্রেডার্স লিমিটেডের কাছ থেকে ৩৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ৪৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ কর্তৃক “পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং বাই কাটার সাকশন ড্রেজার (প্যাকেজ-৯) লট-১ এর পূর্ত কাজ যৌথভাবে এমবিইএল এবং কেসিসির কাছ থেকে ৩৬ কোটি ২৩ লাখ ৮৮ হাজার ৩২০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। (প্যাকেজ-৯) লট-২ এর পূর্ত কাজ যৌথভাবে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এবং বি. জে জিও টেক্সটাইল লিমিটেডের কাছ থেকে ৩৬ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ৩৯০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। (প্যাকেজ-৯) লট-৩ এর পূর্ত কাজ কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ৩৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ১১ টাকায় ক্রয়ের অনুমোদন এবং (প্যাকেজ-৯) লট ৪ এর পূর্ত কাজ ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিডেটের কাছ থেকে ৩৭ কোটি ৭৭ লাখ ৫১ হাজার ৯১০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ মাধ্যমে ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে ইজিস ইন্ডিয়া কনসালন্টিং ইঞ্জিনিয়ারস প্রাইভেট লিমিটেডকে ১১১ কোটি ৪৪ লাখ ২৪ হাজার ৯৯৮ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।