নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) শেষ হওয়ার কথা ছিল। তবে এ কার্যক্রম আরও ৪ দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য চলতি অর্থবছরে এটি অষ্টম দফার বিক্রি কার্যক্রম। টিসিবি জানায়, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিসিবির চলতি মাসের কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সেটি ৪ দিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করা হয়েছে। চলতি ২০২১-২২ অর্থবছরে আষ্টম বারের মতো এ কার্যক্রম চলছে। এর আগে গত ২৭ জানুয়ারি টিসিবির ট্রাকে বিক্রি কার্যক্রম বন্ধ হয়। যা ৬ দিন বাদে আবার শুরু হয় ২ ফেব্রুয়ারি। দেশের সব মহানগর, জেলা ও উপজেলার ডিলার পয়েন্টে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে করে পেঁয়াজ, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি