October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 21st, 2023, 9:30 pm

২৬ লাখ টাকার ঘড়ি হাতে জায়েদ খান

অনলাইন ডেস্ক :

শিল্পী সমিতি ছেড়ে বর্তমানে নানান ইভেন্ট নিয়ে ব্যস্ত জায়েদ খান। আমেরিকার মতো জায়গাতে স্টেজ শো করেছেন মাসব্যাপী। ইভেন্টে জায়েদ খানের ডিমান্ড বেশ। যেখানেই যাচ্ছেন পুরো ফোকাস যেন তার দিকে। মাঝে মধ্যে অবশ্য হাস্যকর কর্মকা- করছেন অন্তর জ¦ালা খ্যাত নায়ক। এর মধ্যে দামি দামি পোশাক পরে আর সেসব নিয়ে মন্তব্য করে নিজেকে আলোচনায় রেখেছেন জায়েদ খান। কিন্তু নিজের হাতে পরা রোলেক্স ঘড়ির মূল্য কখনই বলেননি এই নায়ক। অবশেষে মুখ ফোঁসকে ঘড়ির দাম বলে ফেললেন তিনি। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন জায়েদ খান। মোস্তফা সরয়ার ফারুকী ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’র অটোবায়াগ্রাফি’র প্রচারের তাকে দেখা যায়।

ওই ভিডিওতে দেখা যায়, কিভাবে তার সিনেমার নামটি প্রচার করা যায় দর্শকদের কাছে ফারুকী সেই দায়িত্ব দেন তার পাশে বসা মারজুক রাসেলের ওপর। মারজুক রাসেল সিনেমার নাম ভাইরাল করার দায়িত্ব দেন পরিচালক-অভিনেতা আশুতোষ সুজনের কাঁধে। সুজন তখন অভিনেতা নাসিরউদ্দিন খানকে বলেন এই দায়িত্ব নিতে। নাসিরউদ্দিন নিজেকে শিশু ভাইরাল দাবি করে ভাইরালের বাপ উল্লেখ করে এই কাজের দায়িত্ব দেন জয়ের ওপর। এরপর জয়ের কাছে ক্যামেরা আসতেই জয় বলেন, ভাইরালের দাদা জায়েদ খান এই সিনেমার নাম ভাইরাল করতে পারবেন। প্রসঙ্গে আসে জায়েদ খানের ডিগবাজি। জায়েদ তখন নিজের হাতের ঘড়ি খুলে জয়ের হাতে দেন।

বলেন, রোলেক্স রোলেক্স! সাবধানে সাবধানে। জয় তখন বলেন দাম কত। এবার জায়েদ মুখ ফোঁসকে বলেই ফেলেন ২৬ লাখ ২৬ লাখ। ঘড়ি জয়ের হাতে দিয়ে পরপর দুটি ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারের স্ট্যান্ডে বসে পড়েন জায়েদ। এরপর বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়াগ্রাফি’ দেখতে সবাইকে ৩০ নভেম্বর চোখ রাখার আহ্বান জানান। নয়তো ডিগবাজি দিয়ে যেকোনো সময় যেকোনো ঘরের দরজা খুলে ঢুকে পড়বেন তিনি!