অনলাইন ডেস্ক :
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে সুখবর দিলেন দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস। নির্মাতা প্রশান্ত নীল সামাজিক পাতায় এক পোস্টে জানিয়েছেন, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমার ‘সালার’। একই খবর সামাজিক পাতায় শেয়ার করেছেন প্রভাস। বলিউড হাঙ্গামার খবর, ‘সালার’ অ্যাকশন ও অ্যাভভেঞ্চার সিনেমা। ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুট করা হয়। এ প্রকল্পের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় পর্বের কাজ শেষ করবেন প্রভাস। এরপর চলবে ভিএফএক্সের কাজ। এ সিনেমা প্রযোজনা করছে কেজিএফখ্যাত হোমবেল ফিল্মস। সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপির ওপরে। সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ