জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় ২ কোটি বাগদা চিংড়ির রেনু সহ দুইটি মাছধরা ট্রলার জব্দ করেছে কোষ্টগার্ড। সোমবার গভীর রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব রেনু জব্দ করা হয়। এসময় নিজামপুর কোষ্টগার্ডের সদস্যরা এর সাথে জাড়িত কোন জেলেকে আটক করতে পারেনি। পরে মঙ্গলবার বেলা ১১উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে রেনুগুলো কোষ্টগার্ডের স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কামান্ডার এম রাজিউল হাসান পিও সাংবাদিকদের জানান, বাগদা চিংড়ির এসব রেনু ট্রলারের মধ্যে হাড়ি ও ড্রামে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়।
আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধ: কেরানীগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা ও চাঁদাবাজির’ অভিযোগ এনে শাকিব খানের মামলা
চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক