September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 14th, 2023, 7:58 pm

৩টি এমি মনোনয়ন পেলেন পেদ্রো

অনলাইন ডেস্ক :

অভিনয় জগতে দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও এর আগে কখনো মর্যাদাপূর্ণ এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পাননি পেদ্রো পাসকেল। তবে এবার যেন হিসাব নিকাশই বদলে দিলেন এই অভিনেতা। ৭৫তম এমি অ্যাওয়ার্ডে ৩টি মনোনয়ন পেলেন পাসকেল। যিনি কখনও কোনো এমি মনোনয়ন অর্জন করেননি, চোখের পলকে তিনটি এমি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন তিনি। ৪৮ বছর বয়সী এই অভিনেতা এ বছর সবচেয়ে আলোচিত সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’-এ তার ভূমিকার জন্য প্রধান অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন। এই টিভি সিরিজের অন্যান্য তারকাদের মধ্যে রয়েছে বেলা রামসে, যিনি প্রধান অভিনেত্রীর জন্য একই বিভাগে মনোনয়ন পেয়েছেন। এছাড়াও একটি কমেডি সিরিজে অসামান্য অতিথি অভিনেতা হিসেবে মনোনয়ন অর্জন করেন পাসকেল। তিনিই একমাত্র ‘স্যাটারডে নাইট লাইভ’ সঞ্চালক যিনি এই বছর মনোনীত হয়েছেন।

‘নারকোস’ অভিনেতা ‘সিএনএন’-এর ডকুমেন্টারি সিরিজ ‘প্যাটাগোনিয়া: লাইফ অন দ্য এজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর জন্য তার তৃতীয় মনোনয়ন পেয়েছেন। সিরিজটি দক্ষিণ আমেরিকার বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য প্রদর্শন করে। অ্যাঞ্জেলা বাসেটের ‘গুড নাইট ওপ ‘, বারাক ওবামার ‘ওয়ার্কিং: হোয়াট উই ডু অল ডে’, মরগান ফ্রিম্যানের ‘ফর আওয়ার ইউনিভার্স’ এবং মাহেরশালা আলীর ‘চিম্প এম্পায়ার’-এর সঙ্গে মনোনয়নের তালিকায় রয়েছে পাসকেলের ডকুমেন্টারি সিরিজটি। তাই এই বিভাগে লড়াইটাও হতে যাচ্ছে জমজমাট। ৭৫তম এমি মনোনীতদের তালিকা প্রকাশ করেছে এমি কতৃপক্ষ। এ বছর তালিকার শীর্ষে রয়েছে সমালোচকদের কাছে প্রশংসিত সিরিজ ‘সাকসেশন’। ২৭ টি মনোনয়ন পেয়েছে সিরিজটি।

২৪টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আলোচিত সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’। ‘দ্য হোয়াইট লোটাস’ পেয়েছে ২৩টি মনোনয়ন এবং ‘টেড ল্যাসো’ পেয়েছে ২১টি মনোনয়ন। ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেলিভিশন অ্যাওয়ার্ড ‘এমি’। সূত্র : দ্য হলিউড রিপোর্টার