July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 10th, 2022, 7:30 pm

৩০০ আসনে ইভিএমে ভোট নেয়ার সক্ষমতা নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এখনও পুরনো ব্যালটের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে পুরো জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার সক্ষমতা অর্জন করতে পারেনি।

মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, ৩০০টি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আগামী নির্বাচন ব্যালট পেপার নাকি ইভিএম ব্যবহার করে হবে, কতটি আসনে ইভিএমের ভিত্তিতে ভোট হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এটি পর্যালোচনা করা হচ্ছে।

হাবিবুল আউয়াল বলেন, আমরা যতটা সম্ভব নির্বিঘ্নে ভোট পরিচালনা করব। এটা আমাদের এখতিয়ারের মধ্যে রয়েছে।

যে কেউ বা রাজনৈতিক দল তাদের নিজ নিজ মতামত দিতে পারে উল্লেখ করে সিইসি বলেন, ‘সবদিক পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কোন পদ্ধতিতে ভোট প্রয়োগ করা হবে। এটা আমাদের সিদ্ধান্ত, এ ব্যাপারে আমরা স্বাধীন।’

তিনি বলেন, সঠিক ভোটার তালিকা না থাকলে প্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব নয়।

ইসি সচিব মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

—ইউএনবি