December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 21st, 2024, 9:26 pm

৩০ আগস্টের আগেই গুম বিষয়ে আন্তর্জাতিক কনভেনশনে সই করবে বাংলাদেশ

গুম থেকে নাগরিকদের রক্ষা করতে সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে শিগগিরই সই করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ৩০ আগস্টের আগেই এ চুক্তি সই হতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গুমের প্রতিটি ঘটনার তদন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শফিকুল আলম বলেন, শিগগিরই একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

গুমের ঘটনা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।

ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, সরকার যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে চায়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সহযোগিতা কামনা করেন।

হাইকমিশনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এর আগে ব্রিটিশ হাইকমিশনার ও জাপানের রাষ্ট্রদূত পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

অধ্যাপক ইউনূস বাংলাদেশ পুনর্গঠনে জাপানের আর্থিক সহায়তা কামনা করেন।

তিনি উভয় দেশের রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ একটি বড় পরিবার। এখানে কোনো শত্রুতা নেই এবং দেশে বৃহত্তর সম্প্রীতির উপর জোর দেন।

উভয় দূত প্রধান উপদেষ্টাকে জানান, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে প্রস্তুত।

—-ইউএনবি