October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 31st, 2021, 9:59 pm

৩১৭ ওয়াকিটকিসহ পাঁচজন গ্রেপ্তার

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিটিআরসির সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওয়াকিটকি ওয়্যারলেস সেট বিক্রি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিজস্ব প্রতিবেদক:

অনুমোদন ছাড়া ‘ওয়াকিটকি’ কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৩১৭টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে জানিয়ে র‌্যাব বলেছে, অবৈধভাবে সেগুলো বিদেশ থেকে আনা হয়েছিল। শনিবার থেকে রেববার ভোর পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব -১০ তাদের গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন- মেহেদী হাসান (২৭), মো. সাদিক হাসান (২৬), মো. ফয়সাল (২৩), তালিবুর রহমান (২৪) এবং মো. ফারুক হাসান (৫৯)। অভিযানে ৩১৭টি বিভিন্ন ধরনের ওয়াকি-টকির পাশাপাশি ১১৬টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রামের কয়েকজনের সহায়তায়’ তারা এসব ওয়াকিটকি বিদেশ থেকে এনেছে। এরইমধ্যে হাজারের বেশি ওয়াকিটকি বিক্রিও করেছে।