September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 7th, 2023, 9:40 pm

৩৩৮ ওসি ও ২০৫ জন ইউএনওর বদলির প্রস্তাবে ইসির অনুমোদন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুটি প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এর একটি হচ্ছে ৩৩৮ জন ওসি এবং ১৫৮ জন ইউএনওকে বদলি করা। এর আগে ৪৭ জন ইউএনওকে বদলির একটি প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইউএনবিকে বলেন, কমিশন এ পর্যন্ত ৩৩৮ জন ওসি এবং ২০৫ জন ইউএনও’র বদলির প্রস্তাব অনুমোদন করেছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যায়ক্রমে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দেয় ইসি।

ইসির নির্দেশনা অনুযায়ী গত বুধবার জননিরাপত্তা বিভাগ প্রথম ধাপে ৩৩৮ জন ওসিকে বদলির প্রস্তাব ইসিতে পাঠায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় চলতি সপ্তাহে ২০৫ জন ইউএনওকে বদলির জন্য বেশ কয়েকটি প্রস্তাব পাঠায়।

বাংলাদেশে ৬৫১টি থানা ও ৪৯৫টি উপজেলা রয়েছে।

—-ইউএনবি