October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 16th, 2023, 7:50 pm

৩৭ প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি

অনলাইন ডেস্ক :

শুক্রবার দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই ছবি, একটি ‘ফিরে দেখা’ ও অন্যটি ‘ফুলজান’। ‘ফিরে দেখা’ পরিচালনা করেছেন বরেণ্য চিত্রনায়িকা রোজিনা। এটি তার পরিচালিত প্রথম ছবি। অন্যদিকে ‘ফুলজান’ পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। ২০১৯-২০ অর্থবছরে ছবিটির জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে পরিচালক হিসেবে অভিষেক হল রোজিনার। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে রোজিনা নিজেও অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন ইলিয়াস কাঞ্চন। আরও আছেন এ প্রজন্মের নায়ক নিরব ও অভিনেত্রী স্পর্শিয়া।

রোজিনা বলেন, ‘এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার প্রথম পরিচালিত ছবি; আশা করি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’ অন্যদিকে গ্রামীণ পটভূমি নিয়ে নির্মিত হয়েছে ‘ফুলজান’। এতে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, সনি রহমান, রিয়াদ রায়হান, লিটন খন্দকার, জেসমিন জারা, আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ। নায়িকা মিষ্টি জান্নাত বলেন, ‘ফুলজান’ সিনেমার গল্পই সুপারস্টার। গ্রামের সহজ সরল গল্প নিয়ে ছবিটি নির্মিত। পরিবার নিয়ে দেখার মতো ছবি। তাই দর্শককে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানাই।