November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 7th, 2022, 7:56 pm

৩ দিনে দ্য ব্যাটম্যান’র আয় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার

অনলাইন ডেস্ক :

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ৪ মার্চ। মুক্তির মাত্র তিন দিনে, অর্থাৎ ৬ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছে প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (২৪৮.৫)। সিনেমাটির নির্মাণ ব্যয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন সাময়িকী ভ্যারাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান’ আন্তর্জাতিক বক্স অফিসে ঝড় তুলেছে; মুক্তির তিন দিনে ৭৪টি আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির সংগ্রহ ১২০ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, উত্তর আমেরিকায় সিনেমাটির সংগ্রহ ১২৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংগ্রহ আরও বাড়বে। কারণ, আন্তর্জাতিক অন্যতম বড় সিনেমার বাজার চীনে এখনও সিনেমাটি মুক্তি পায়নি। ১৮ মার্চ চীনে ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাশিয়ায় সিনেমাটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। নতুন ব্যাটম্যান সিনেমা নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে। এবার মূল চরিত্র ‘ব্যাটম্যান’-এর ভূমিকায় রয়েছেন রবার্ট প্যাটিনসন, যা নিয়ে শুরু থেকেই আলোচনা। সিনেমার শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। পরিচালক ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেন রবার্ট প্যাটিনসন। পরে অবশ্য শুটে অংশ নেন।