অনলাইন ডেস্ক :
৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা নিপুণ অভিনীত ছবি ‘ভাগ্য’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না; যিনি এর আগে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’তে অভিনয় করেছিলেন। উত্তম আকাশের পরিচালনায় ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। ‘ভাগ্য’ দিয়ে দ্বিতীয়বার পর্দায় আসছেন তারা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি বিষয় জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’ ছবি। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হলেও অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে নায়ক হয়েছেন মুন্না। তিনি বলেন, ভালো ভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সঙ্গে আগে কাজ করার কারণে রসায়নটা ভালো হয়েছে। মৌলিক গল্পের এই ছবি আশা করি সব শ্রেণির দর্শকদের পছন্দ করবেন। হালিমা কথাচিত্রের ব্যানারে ‘ভাগ্য’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, জেসমিন, সাংকু পাঞ্জা, গাংগুয়া, সাবিহা জামান, গুলশান আরা। পরিচালনায় পাশাপাশি ‘ভাগ্য’ ছবির কাহিনী, সংলাপ এবং চিত্রনাট্য করেছেন মাহবুবুর রশিদ ও সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, স্মরণ, দিনাত জাহান মুন্নী, কাজী শুভ, সুস্মিতা সাহা। সংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ