October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 13th, 2022, 7:56 pm

৩ বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৫ বাংলাদেশি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের তিন বছর পর দেশে ফিরেছে পাঁচ বাংলাদেশি। বৃহস্পতিবার দুপুরে আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন তারা।

তারা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ বেলাল উদ্দিন, একই এলাকার মোহাম্মদ হোসাইন, মো. আব্দুল রহিম, মোহাম্মদ আলম ও মো. দিদার।

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন সূত্র জানায়, ২০১৯ সালে বাংলাদেশের রামগড় সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতে প্রবেশের পর ওই পাঁচ বাংলাদেশি ত্রিপুরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে আদালতের নির্দেশে আগরতলা ওল্ড এইচে তাদের রাখা হয়। এরপর বাংলাদেশে তাদের ঠিকানা নিশ্চিতের পর দেশে ফেরত আনার উদ্যোগ নেয়া হয়।

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে তাদেরকে পাঁচদিনের কারাবাস দেয়া হলে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করলে তাদেরকে আগরতলার নরসিংগড় এলাকায় ‘স্টেট ওল্ড এজ হোম’এ রাখা হয়। বাংলাদেশি হাইকমিশনের সহায়তায় তাদের জাতীয়তা নিশ্চিত শেষে তাদের নিজ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়।

—ইউএনবি