নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বাসদ(মার্কসবাদী)’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে বুধবার পার্টির রংপুর জেলা কমিটির উদ্যোগে শহরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব চত্তর থেকে সকাল ১১টায় লাল পতাকা মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শেষ হয়।এখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার আহ্বায়ক সাজু বাসফোর, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন গোটা বিশ্বে আজ পুঁজিবাদী ব্যবস্থা ব্যর্থ।মানুষেকে কোনরকমে বেঁচে থাকার ন্যুনতম রসদটুকুরও নিশ্চয়তা দিতে পারছে না এই ব্যবস্থা।অথচ আর একদিকে ১ভাগ মানুষের হাতে বিপুল সম্পদ জড়ো হয়েছে।অসাম্য,ক্ষুধা,দারিদ্র্য ছাড়া এই ব্যবস্থা মানুষকে কিছু দিতে পারেনা।কিন্তু আজ থেকে ১০৫ বছর আগে রাশিয়ায় শ্রমজীবী মানুষের নেতৃত্বে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল,সেই ব্যবস্থা দেখিয়েছে কিভাবে সাম্য প্রতিষ্ঠা করা যায়,ক্ষুধা, দারিদ্র্য, শোষণ থেকে মানুষকে মুক্তি দেয়া যায়,বেকার সমস্যা দূর করা যায়।তাই আজ পুঁজিবাদী ব্যবস্থার শোষণ থেকে মুক্ত হয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী গরীব মানুষ,কৃষক,ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হয়ে সমাজতন্ত্রের জন্য লড়াই করতে হবে।বাসদ(মার্কসবাদী) শ্রমজীবী মানুষদের নিয়ে সেই লড়াই করছে।জমি,ঘর, রেশনসহ জীবন বাঁচাতে সকল দাবি আদায়ের লক্ষ্যে বাসদ(মার্কসবাদী)কে শক্তিশালী করার আহ্বান জানান নেতৃবৃন্দ।##
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি