নিজস্ব প্রতিবেদক:
৪৯৬ প্রথম শ্রেণির উইকেট নিয়ে চলতি জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন এনামুল হক জুনিয়র। বুধবার রংপুরের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে জাহিদ জাভেদের উইকেট নিয়ে এনামুল পূর্ণ করেছেন ৫০০ উইকেটের মাইলফলক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনন্য এ মাইলফলক স্পর্শ করলেন এনামুল। এর আগে আবদুর রাজ্জাকের এই কীর্তি ছিল। ৬৩৪ উইকেট নিয়ে তিনি অবসরে গিয়েছেন। সিলেট বিভাগের এনামুল প্রথম ইনিংসে পেয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসের শুরুতেই রংপুরের ব্যাটিং অর্ডারে আঘাত করেন তিনি। প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে চলে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডানহাতি ব্যাটসম্যান জাভেদ উইকেটের পেছনে জাকির হাসানকে ক্যাচ দিলে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক। ড্রেসিংরুম থেকে বেরিয়ে সতীর্থরাও তাকে অভিনন্দন জানান। ১৩৬তম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন এনামুল। রাজ্জাক ৫০০ উইকেটের মাইলফলক করেছিলেন ১১৩তম ম্যাচে। এনামুলের ক্যারিয়ার সেরা বোলিং ৪৭ রানে ৭ উইকেট। বাঁহাতি ফিঙ্গার স্পিনার ৩৪ বার পাঁচ উইকেট পেয়েছেন। এ ছাড়া ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ছয়বার। প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশের সেরা পাঁচ বোলারের তালিকায় চারজনই বাঁহাতি স্পিনার। রাজ্জাকের ৬৩৪ উইকেটের পর এনামুল আজ ৫০০ উইকেট পেলেন। তালিকার তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ শরীফ। সেরা পাঁচে তিনিই একমাত্র পেসার। ১৩২ ম্যাচে ৩৯৩ উইকেট পেয়েছেন ফাইটার হিসেবে পরিচিত শরীফ। চতুর্থ স্থানে রয়েছেন মোশাররফ হোসেন রুবেল। ১১২ ম্যাচে ৩৯২ উইকেট পেয়েছেন তিনি। পঞ্চম স্থানে আছেন সাকলায়েন সজীব। ৯৪ ম্যাচে তার শিকার ৩৬৯ উইকেট।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা