November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 31st, 2021, 8:48 pm

৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন চাঁপাইনবাবগঞ্জের আবদুল হান্নান

অনলাইন ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত মঞ্জুরের ছেলে আবদুল হান্নান। বর্তমানে তার বয়স ৫৪ বছর। এ বয়সে এসেও লেখাপড়ার প্রতি টানের কমতি নেই আবদুল মান্নানের। তাইতো ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়েছেন তিনি। তার ছেলে দশম শ্রেণির ছাত্র। খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল হান্নান এ বছর তেলকুপি জামিলা স্বরণি ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি জিপিএ-৪.১১ পেয়েছেন। আব্দুল হান্নানের ছেলে জাহিদ হাসান জনি স্থানীয় বিনোদপুর উচ্চ বিদ্যলয়ের দশম শ্রেণির ছাত্র। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ আদালতে দলিল লেখার কাজ শিখছেন আবদুল হান্নান। এ পেশায় যোগদান করে পরিচয়পত্র পেতে হলে নূন্যতম এসএসসি পাসের সনদ লাগবে। তাই ২০১৮ সালে তেলকুপি জামিলা স্বরণি ভোকেশনাল ইনস্টিটিউট স্কুলে ভর্তি হন তিনি। কিন্তু ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও করোনার করণে তা হয়ে ওঠেনি। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আবদুল হান্নান। আব্দুল হান্নান বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। পড়ালেখা করতে বয়স কোনো বাধা হতে পারে না। আমার পরীক্ষার ফলাফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। হান্নানের ছেলে জাহিদ হাসান জনি বলেন, বাবা জিপিএ-৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আমি সামনের বছর এসএসসি পরীক্ষা দেবো। আশা করছি বাবার চেয়ে ভালো রেজাল্ট করবো। এদিকে অর্ধশত বয়সে এসএসসি পাস করায় হান্নানকে নিয়ে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আসছেন। বাড়িতে উৎসবের আমেজ চলছে।